বালাগঞ্জে দুপক্ষের সংঘ*র্ষে আ হ ত ব্যাক্তির মৃ*ত্যু : ইউনুসের বাড়িতে অ*গ্নিসংযোগ
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:৫৯

বালাগঞ্জে দুপক্ষের সংঘ*র্ষে আ হ ত ব্যাক্তির মৃ*ত্যু : ইউনুসের বাড়িতে অ*গ্নিসংযোগ

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ০৪:১০:৫৪

বালাগঞ্জে দুপক্ষের সংঘ*র্ষে আ হ ত ব্যাক্তির মৃ*ত্যু : ইউনুসের বাড়িতে অ*গ্নিসংযোগ

ছবি: নিজস্ব


সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বড়ভাঙ্গা নদীর খেয়াঘাটে বাস চালকের সাথে তর্কবির্তকের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত লয়লুছ মিয়া (৫০) মৃত্যু হয়েছে।  রোববার (১১ মে) রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

তিনি বালাগঞ্জ ইউনিয়নের শিরিয়া গ্রামের ময়না মিয়ার পুত্র, ইউনিয়ন যুবলীগের সভাপতি।

এদিকে তার মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা প্রতিপক্ষ একই গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এতে একটি আধাপাকা ঘর ও আসবাবপত্র, ৪ টি ছাগল সহ, ধান, হাস,মুরগ,আগুণে পুড়ে গেছে। খবর পেয়ে তাজপুর পায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবশ্য বিরাজ করছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফজ্জামান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফরিদ উদ্দিন ভূইয়া।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় গত শনিবার (১০ মে) বিকেলে সিলেট সুলতানপুর বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের শিরিয়া গ্রামের কমিল উল্লার ছেলে সুমন মিয়া  বালাগঞ্জ গামী যাত্রীবাহি বাস কে থামানোর জন্য ইশারা দেন এ সময় বাস না থেমে বড়ভাঙ্গা নদীর খেয়াঘাট স্টান্ডে চলে আসে। কিছু সময় পরে সুমন মিয়া বাস স্ট্যান্ডে এসে বাসের চালকের কাছে বাস দাঁড় করে তিনি সহ যাত্রীদের না উটানোর কারণ জানতে চান এ নিয়ে সুমন ও বাস চালকের মধ্যে তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে নিহত লয়লুছ মিয়ার ভাই খেয়াঘাট বাস স্ট্যান্ডের ম্যানেজার মানিক মিয়া বাস চালকের পক্ষ নিয়ে সুমনের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হন। পরে খেয়াপার হয়ে ডাকবাংলার সামনে এসে সুমন ও তার পক্ষের লোকজনের সাথে ম্যানেজার মানিক মিয়া তিনির ভাই নিহত লয়লুছ মিয়া দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে লয়লুছ মিয়া সহ ৬ জন গুরুতর আহত হন। আহত লয়লুছ মিয়াকে কে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্তায় রোববার রাত ১০ টার সময় মৃত্যু বরণ করেন। খবর পেয়ে স্বজনরা প্রতিপক্ষ সুমন মিয়ার পক্ষের  ইউনুস মিয়ার বাসগৃহে অগ্নিসংযোগ করে।

ঘটনার সত্যাতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূইয়া জানান, এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট