জৈন্তাপুরে চো*রাই মোটরসাইকেলসহ আ*টক ৩
সোমবার, ১৬ জুন ২০২৫, ০১:১২

জৈন্তাপুরে চো*রাই মোটরসাইকেলসহ আ*টক ৩

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৩:১৩:৫২

জৈন্তাপুরে চো*রাই মোটরসাইকেলসহ আ*টক ৩


সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ভারতীয় ইয়ামাহা R15 মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এ সময় চোরাকারবারিদের ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। 

আটককৃত ব্যক্তিরা হলেন- ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী সেকান্দারপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩)। ফেনী সদরের মিজানপাড়া এলাকার ফিরোজ মিয়ার পুত্র ওমর ফারুক (২২) ও জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আবদুল লতিফের পুত্র আশিকুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত এলাকায় অভিযান চালায় পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দরবস্ত শেলটেক টেকনোলজি কোম্পানি গেটের সামনে অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ভারত থেকে চোরাই পথে আনা নীল-সাদা রঙের একটি ইয়ামাহা R15 মডেলের মোটরসাইকেল জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। এসময় তাদের ব্যবহৃত আরেকটি মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে। অভিযানকালে মোটরসাইকেল বিক্রির সাথে জড়িত একজন দৌড়ে পালিয়ে যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পলাতক একজন আসামিসহ মোট চারজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আটক তিনজনকে রোববার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে।

জৈন্তা বার্তা/আরআর


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট