সিলেটে বরখাস্ত হলেন এক ইউপি চেয়ারম্যান
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:৪৭

সিলেটে বরখাস্ত হলেন এক ইউপি চেয়ারম্যান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ১১:৩৯:৪০

সিলেটে বরখাস্ত হলেন এক ইউপি চেয়ারম্যান

ছবি : সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়কালে ইউনিয়ন পর্যায়ের মাসিক সমন্বয় সভায় অনুপস্থিত থাকা, ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে চেয়ারম্যান আমান উদ্দিনের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নূরে আলম।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো বিবেচনায় নেওয়া হলে তাঁর মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সমীচীন নয়। তাঁর বিরুদ্ধে অভিযোগপত্রে উল্লিখিত কর্মকাণ্ড জনস্বার্থ ও ইউনিয়ন পরিষদের নীতি পরিপন্থি বলেও উল্লেখ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারা অনুযায়ী সংঘটিত অপরাধের ভিত্তিতে ৩৪(১) ধারা অনুসারে তাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, মোহাম্মদ আমান উদ্দিন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ৩,৪৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে তার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ঘটনায় দায়েরকৃত একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন ফৌজদারি মামলার এজাহারে নাম রয়েছে।

বিয়ানীবাজার ইউএনও গোলাম মোস্তফা মুন্না বলেন, “চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হওয়ায় পরিষদের নাগরিক সেবা অব্যাহত রাখতে প্রথমে পরিষদের সদস্যরা আলোচনা করে প্যানেল চেয়ারম্যানদের মধ্য থেকে দায়িত্ব পালনের জন্য একজনকে মনোনীত করবেন। যদি তারা ব্যর্থ হন, তাহলে আইন অনুযায়ী প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের কার্যক্রম চালু রাখা হবে।”

জৈন্তাবার্তা / রহমান


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট