
ছবি : সংগৃহীত
শতবর্ষী রাজনৈতিক প্লাটফর্ম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন কোতয়ালী থানা শাখারা ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জমিয়তের সভাপতি মুখলিছুর রহমান রাজাগঞ্জী বলেছেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, জনমানুষের আকাঙ্খা পূরণ করতে হলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এতে জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে।
কোতোয়ালি থানা জমিয়তের আহ্বায়ক মাওলানা আহমদ সগীর বিন আমকুনীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা লুৎফুর রহমানের পরিচালনায় বৃহস্পতিবার (২২ মে) বাদ যুহর নগরীর সোবহানীঘাটস্থ হোটেল ভ্যালিগার্ডেনে অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের অবস্থা জনগণের মনে সংশয় তৈরী করেছে। অন্তবর্তীকালীন সরকারের উচিত হবে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, যাতে এদেশের জনগণ তাদের পছন্দের নেতৃত্ব বাছাই করতে পারে।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- মহানগর জমিয়তের সহ-সভাপতি ক্বারী সিরাজুল ইসলাম, সহসভাপতি মাওলানা সাইফুল্লাহ, লন্ডন জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জালালাবাদ থানা জমিয়তের সভাপতি মাওলানা হুসাইন আহমদ, মোগলা বাজার থানা জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শুয়াইবুর রহমান , মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সৈয়দ মোসাদ্দেক আহমেদ, মাওলানা ইলিয়াস, আহমদ মুফতি রশিদ, মাওলানা মতিউর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আহমদ, মুফতি মিজানুর রহমান, মাওলানা আব্দুল খায়ের শিবলী, মাওলানা বাহাউদ্দিন বাহার, মাওলানা এম বেলাল আহমেদ চৌধুরী, মাওলানা শরিফ উদ্দিন,এম রেজাউল হক (এল এল এম) মাওলানা ইলিয়াছ, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা আবুল খয়ের, মাওলানা খলিলুল্লাহ মাহবুব,মাওলানা আবুল কালম মাওলানা ময়নুল ইসলাম, প্রমুখ
পরে সকলের সর্বসম্মতিক্রমে হাফিজ মাওলানা আহমদ সগীর বিন আমকুনীকে সভাপতি, মাওলানা আব্দুর রহমান শাহজানকে সাধারণ সম্পাদক ও মাওলানা শরীফ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মহানগরের সাংগঠনিক সম্পাদ মাওলানা আখতারুজ্জামান তালুকদার।
জৈন্তাবার্তা / রহমান
