
ছবি : সংগৃহীত
সিলেটের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আজকে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার ( ২৪ মে ) বিকেল ৬টায় সিলেট আবহাওয়া অধিদপ্তরের পাঠানো বার্তায় জানানো হয়, ২৪ ঘণ্টার পূর্বাভাসে সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে এবং সাময়িক দমকা হাওয়া বয়ে যেতে পারে।
গত ২৪ ঘণ্টায় (২৩ মে সকাল ৬টা থেকে ২৪ মে সকাল ৬টা পর্যন্ত) বৃষ্টিপাত ছিল না। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এ অঞ্চলের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার আবহাওয়ায় আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৮ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৭৩ শতাংশ।
আগামীকাল (২৫ মে) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।
জৈন্তাবার্তা / মনোয়ার
