
ছবি: নিজস্ব
বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান, সিলেট টু কানাইঘাট গাজী বোরহান উদ্দিন রোড ও কানাইঘাট-দরবস্ত সড়কের সম্প্রসারণ এবং কানাইঘাট উপজেলা হাসপাতালে ৫১ শয্যার কার্যক্রম দ্রুত চালু সহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাটে কেন্দ্রীয় জৈন্তিয়া উন্নয়ন পরিষদের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় কানাইঘাট উত্তর বাজারে বৃহত্তর জৈন্তিয়ার ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের দাবীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট আব্দুল আহাদ।
কানাইঘাট উপজেলা জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সদস্য সচিব ডাঃ মঈনুল হকের সভাপতিত্বে ও কানাইঘাট পৌর শাখার সংগঠনের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ ও শমসের আলমের যৌথ পরিচালনায়, সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহŸায়ক সাংবাদিক এম.এ হান্নান, সাংবাদিক ফয়েজ আহমদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মাও. ফয়ছল আহমদ, সংগঠনের যুগ্ম আহŸায়ক ডাঃ মুমতাজিম আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর সাজু চৌধুরী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
বক্তব্য রাখেন, সংগঠনের সাথে সম্পৃক্ত মুহিবুর রহমান, বুলবুল আহমদ, আক্তার হোসেন, মাহবুব আলম, শ্রমিক নেতা আব্দুল খালিক কালাই সহ আরো অনেকে। জনসভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর পর্যটন সমৃদ্ধ জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা উন্নয়ন সহ সবকিছু থেকে যুগ যুগ ধরে পিছিয়ে রয়েছে। বৃহত্তর জৈন্তিয়ার গ্যাস দেশের বিভিন্ন এলাকায় সংযুগ সহ পাথর কোয়ারী থেকে উত্তোলনকৃত পাথর ও বালু সহ অন্যান্য সম্পদ থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আহরণ করলেও অদ্যবধি পর্যন্ত বৃহত্তর জৈন্তিয়ার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান করা হয়নি।
গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাটগুলো সংস্কার ও উন্নয়ন হয়নি, শিক্ষা ও চিকিৎসা সেবা সহ অন্যান্য সুযোগ- সুবিধা থেকে এ অঞ্চলের মানুষ বঞ্চিত রয়েছেন। বৃহত্তর জৈন্তিয়ার ন্যায্য ১০ দফা দাবী মেনে নেওয়ার জন্য বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহŸান জানানো হয়। তা না হলে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের ব্যানারে আগামী দিনে বৃহত্তর কর্মসূচী গ্রহণ করা হবে বলে জনসমাবেশ থেকে হুশিয়ার উচ্চারণ করা হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার
