
ছবি : সংগৃহীত
সিলেট অঞ্চলে দিনের তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও আজও বৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেটসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
শুক্রবার সিলেট আবহাওয়া অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭০ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৮৫ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ( ১২ জুন সকাল ৬টা থেকে ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত ) সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এমনকি আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও বৃষ্টির পরিমাণ শূন্য ছিল।
এদিকে মৌলভীবাজার জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে, তবে তা প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।
জৈন্তাবার্তা / মনোয়ার
