জৈন্তাপুরে ৮৯ বোতল বি দে শি ম*দ সহ আ ট ক ১
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:০১ AM

জৈন্তাপুরে ৮৯ বোতল বি দে শি ম*দ সহ আ ট ক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ১২:০৯:২৩ PM

জৈন্তাপুরে ৮৯ বোতল বি দে শি ম*দ সহ আ ট ক ১

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত হতে চোরাইপথে এনে পাচারকালে বিদেশি মদ সহ একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যাক্তির নাম নিপুল দত্ত (৪৫)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানিনগর গ্রামের মৃত খোকা মনি দত্তের পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ই জুন) রাত ১১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নিজপাট উজানিনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স একটি ব্যাটারী চালিত অটোরিকশা আটকপূর্বক তল্লাশি চালায়। এর আগে  পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশায় থাকা তিনজন মাদক কারবারি পালিয়ে গেলে নিপুল দত্তকে আটক করে পুলিশ। পরে অটোরিকশা হতে ৮৯ বোতল ম্যাকডুয়েলস ব্রান্ডের মদ উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে আরো জানা যায় আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৯ হাজার টাকা সমপরিমাণ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক তিন আসামি সহ মোট চারজনকে আসামি করে মামলা দায়ের করেছে। আটক আসামিকে বুধবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা