স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:১৮ AM

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৯:৫২:৪৩ AM

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

ছবি : সংগৃহীত


স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

গতকাল বুধবার (১৮ জুন) রাত সোয়া ১১টার দিকে হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা হন তিনি।

পরে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর আগে, সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়ে রাত পৌনে ৮টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।

প্রসঙ্গত, গত ৬ মে লন্ডনে প্রায় চার মাসের চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। এর আগে, গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। সেখানে প্রথমে লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে ছাড়পত্র পেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা