জকিগঞ্জে দু*র্ঘটনা : আ*হত শিশুর মৃ*ত্যু
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৫৮ AM

জকিগঞ্জে দু*র্ঘটনা : আ*হত শিশুর মৃ*ত্যু

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০২:৩৪:২০ PM

জকিগঞ্জে দু*র্ঘটনা : আ*হত শিশুর মৃ*ত্যু

ছবি: নিজস্ব


সিলেট-জকিগঞ্জ মহাসড়কে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত তিন মাস বয়সী শিশু আব্দুল্লাহ আল মুরসালিন মারা গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু মুরসালিন ছাব্বির আহমদের ছেলে।

এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন অফিস বাজারের দক্ষিণ পাশে বর-কনে বহনকারী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান টমটমচালক শাহাব উদ্দিন সাবু (৪৫)। তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা (রাড়িগ্রাম) গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা বর, কনে ও বরযাত্রীদের কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এর মধ্যে গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তা বার্তা/আরআর