
ছবি: নিজস্ব
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদ ঘোষিত 'বৃক্ষরোপণ' কর্মসূচি পালন করেছে সংগঠনের ওসমানীনগর উপজেলা শাখা। ২৪ জুন মঙ্গলবার কর্মসূচিটি পালিত হয়৷
উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ, বুরুঙ্গা ইকবাল আহমদ চৌধুরী স্কুল এন্ড কলেজ, হযরত শাহজালাল (রহ) কামিল মাদ্রাসা, দারুল উলূম ইসলাহুল বানাত ফাযিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ লাগান তালামীয নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন: তালামীযের কেন্দ্রীয় সদস্য মাহবুব খাঁন, ওসমানীনগর উপজেলা সভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল, সহ সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক শামসুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজিদ মিয়া সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু বকর এবং সদস্য সাহেল আহমদ প্রমুখ৷
জৈন্তাবার্তা / মনোয়ার
