
ছবি: নিজস্ব
জৈন্তাপুরে ওমান প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ঘরে আটকে রেখে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
ধর্ষণের শিকার ভিকটিম ওই নারী শুক্রবার থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলে সন্ধ্যায় বিবাদীর বাড়ী হতে তাকে আটক করা হয়েছে।
আটক হওয়া আসামির নাম মনির উদ্দিন (২৬)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষিপ্রসাদ গ্রামের নুরুল ইসলামের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের ওমান প্রবাসী এক পুত্র সন্তানের জননীকে বেশ কয়েকদিন যাবৎ কুপ্রস্তাব দিয়ে আসছিলো ধর্ষক মনির উদ্দিন। ঘটনার দিন বুধবার (২রা জুলাই) রাত ১০:০০ ঘটিকায় ভিকটিম ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়নকক্ষের বাহিরে গেলে কৌশলে ঘরে প্রবেশ করে ধর্ষক মনির। পরে ভিকটিম ওই নারী তার শয়নকক্ষে ফিরে এলে জোরপূর্বক তার গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে ০৩ রা জুলাই রাত ১২:৩০ ঘটিকা পর্যন্ত ০২ বার ধর্ষন করে।
এক পর্যায়ে ভিকটিম ওই নারীর চিৎকারে মামলার সাক্ষীগণ ছুটে এসে ধর্ষক মনিরকে আটক করে। পরে ধর্ষকের পিতাসহ স্হানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি মিমাংসার কথা বলে তাৎক্ষণিক মনিরকে সেখান থেকে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম ওই নারী তার প্রবাসী স্বামী ও আত্মীয় স্বজনদের পরামর্শে জৈন্তাপুর মডেল থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ শুক্রবার (৪ঠা জুলাই) সন্ধ্যায় ধর্ষক মনিরকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান। এদিকে ভিকটিম ওই নারীর মেডিকেল সম্পন্ন করার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে ।
জৈন্তাবার্তা / মনোয়ার
