জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে ৮ হাজার ঘনফুট বালু জব্দ
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ AM

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে ৮ হাজার ঘনফুট বালু জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ০৭:০১:৫৮ PM

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভি*যানে ৮ হাজার ঘনফুট বালু জব্দ

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ বালু জব্দ করা হয়েছে। 

রবিবার (৫ই অক্টোবর)  বিকেল ৪:০০ ঘটিকায় উপজেলার ৪ নং বাংলা বাজার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পিছনে রাংপানি নদী সংলগ্ন ঘাটে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা।

এ সময় অভিযান চলাকালে রাংপানি নদীর ঘাটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলন করা আট হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। পরে প্রশাসন ও টাস্কফোর্সের উপস্থিতিতে জব্দকৃত বালু গুলো স্পট নিলাম দেয়া হয়। 

এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি টাস্কফোর্সের অভিযানে আরো অংশ নেয় জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র আওতাধীন শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা বলেন, জব্দকৃত বালু স্হানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে উম্মুক্তভাবে নিলাম করা হয়ে। নিলামকৃত অর্থের পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার টাকা। তিনি বলেন পরবর্তীতে নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় বালু  উত্তোলন না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা


শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে বিষমুক্ত সবজি চাষ বদলে যাচ্ছে গ্রামীণ কৃষি
টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরে গান বাজনা নিষিদ্ধ
নির্বাচনের সময়ে ষড়*যন্ত্র শুরু হয়, সবাইকে সজাগ থাকতে হবে- তাহসিনা রুশদী লুনা
কেন্দ্র থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি,তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেব- হাকিম চৌধুরী
কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পুনর্বি*বেচনার দাবি আবেদ রাজার
মঙ্গলবারও সিলেটের বহু এলাকায় বিদ্যুৎ থাকবে না
নাসের রহমানের বক্তব্যে হবিগঞ্জ-মৌলভীবাজারে উত্তে*জনা, মুখো*মুখি পরিবহণ মালিক-শ্রমিকরা
জৈন্তাপুর ও কানাইঘাটে ৩৫ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ
কুলাউড়ায় ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহ*ত্যা
লাল শাপলা বিলের সৌন্দর্য ম্লান করছে কচুরিপানা