ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি ভেবে-চিন্তে বেছে নেবে বলে মন্তব্য করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর ভাগ্যোন্নয়নে আমি অতীতেও কাজ করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাব। করোনাকালে, ২০২২ সালের ভয়াবহ বন্যাসহ প্রতিটি দুর্যোগে আমি মানুষের পাশে ছিলাম। জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তবে আমি তাদের খাদিম হয়ে যাবো দায়িত্ব ও জবাবদিহিতা আরও বেড়ে যাবে।
মঙ্গলবার বাদ মাগরিব বৈরাগী বাজারে খেজুরগাছ প্রতীকের সমর্থনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। আপনারা যদি দোয়া ও সহযোগিতা দেন, তবে আমি এলাকার প্রতিটি মানুষকে নিয়ে একটি উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার হাতে উন্নয়নের ১০ দফা বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে, যা কথার নয় Ñ কাজের প্রতিশ্রতি।
হাফিজ ফখরুল ইসলাম বলেন, আমি উন্নয়নের ১০ দফা নিয়ে কাজ করছি। প্রতিশ্রতি নয়, বাস্তবায়নে বিশ্বাসী। মিথ্যা প্রতিশ্রæতি বা প্রতিহিংসার রাজনীতি আমি করতে চাই না। জনগণের ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা সফল হব ইনশাআল্লাহ।
জমিয়তনেতা মাওলানা মাসরুর আহমদের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা তোফায়েল আহমদ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হামিদ খান, হাফিজ মাওলানা ফরহাদ আহমদ।
সমাবেশে অন্যান্যদের উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান, মাওলানা জফির উদ্দিন, মাওলানা নেযাম উদ্দিন, জাকারিয়া আহমদ, জুনেদ আহমদ, কাউসার উদ্দিন, হেলাল আহমদ, মাওলানা আবু তাইয়িব, হাফিজ মনসুর আহমদ সহ স্থানীয় এলাকার বিশিষ্ট মুরব্বি, যুবক ও সর্বস্তরের জনতা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




