টানা জয়ে আত্মবিশ্বাস ফিরেছে সিলেটে
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:০৮

টানা জয়ে আত্মবিশ্বাস ফিরেছে সিলেটে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ১১:৪৮:০৬

টানা জয়ে আত্মবিশ্বাস ফিরেছে সিলেটে

ছবি: সংগৃহীত


টানা পাঁচ ম্যাচ হেরে আসর শুরু করেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে পরের চার ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পেয়েছে মোহাম্মদ মিঠুনের দল। গত দুই ম্যাচে পেয়েছে টানা জয়। আজ তারা হারিয়েছে খুলনা টাইগার্সকে। দলটির বিদেশি ক্রিকেটার হ্যারি টেক্টর জানিয়েছেন, এই জয়ে দল আত্মবিশ্বাস খোঁজে পেয়েছে।

আজ ৬১ রান করে ম্যাচ সেরা হয়েছেন টেক্টর। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, 'এক সপ্তাহ আগে একটা জয়ের জন্যও আমরা মুখিয়ে ছিলাম। এবার কিছুটা মোমেন্টাম পেয়েছি। তিনটি জয়ের দেখাও পেয়েছি। সত্যি বলতে এভাবে খেলতে আমার পছন্দ না।'

নিজের ইনিংস প্রসঙ্গে টেক্টর বলেন, 'এখানকার উইকেট একটু কঠিন। তবে উইকেটে খানিকক্ষণ থাকার পর বল ভালো ব্যাটে আসছিল, রান আসছিল। গত ৩ ম্যাচ ধরে ওপেনিং করছি, যেটা আগে কখনও করিনি। সম্ভবত ১০ বছর বয়সে সর্বশেষ ওপেন করেছিলাম। এরপর থেকে একবারও ওপেন করিনি। চ্যালেঞ্জিং তবে রোমাঞ্চকর। দলের কাজে আসার মতো পারফরম্যান্স করতে চেষ্টা করেছি।'

টেক্টরকে ওপেনিংয়ে খেলানোর কারণ নিয়ে জানান, 'প্রতি ওভারে ৮ রান করে প্রয়োজন ছিল। পিচ সম্পর্কে তো জানেনই। প্রতি ওভারে অন্তত একটা বাউন্ডারি দরকার ছিল। এ কারণে হয়ত দ্রুত ২ উইকেট পড়ে যায়। আমরা প্রথম কয়েক ম্যাচে জিততে জিততে হেরে গেছি।'

'কিছু ম্যাচে হেরেছি পাওয়ারপ্লেতে ভালো করতে না পারায়। পাওয়ারপ্লেতে ৩-৪ উইকেট হারিয়ে ফেললে ক্রিকেটে জেতা খুব কঠিন। এই জায়গা নিয়ে আমরা কাজ করেছি, এজন্য ভিন্ন ওপেনিং কম্বিনেশনও আনা হয়েছে। উইকেট হাতে থাকলে শেষদিকে দ্রুত রান তোলা যায়, যে জিনিসটা আজ হয়েছে। আমরা শুধু চেষ্টা করছিলাম পাওয়ারপ্লেতে যেন ৩-৪ উইকেট না পড়ে যায়। বল অনেক সুইং করছিল, ব্যাট করা অনেক কঠিন ছিল।'-যোগ করেন তিনি।

এম সি