প্রতিকী ছবি
হবিগঞ্জের চুনারুঘাটের একটি গ্রামে ধর্ষণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত করেছে বাবুল মিয়া নামে এক বখাটে। এ সময় প্রবাসীর স্ত্রীকে রক্ষা করতে এসে বখাটের হামলায় আরও দুই নারী আহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় প্রবাসীর স্ত্রীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দুই সন্তানের মা ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী বাবুল মিয়া। শনিবার সন্ধ্যার পর ওই নারী বাজারে গেলে বাবুল তাকে একা পেয়ে ঝাপটে ধরে এবং ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ধর্ষণে ব্যর্থ হয়ে ধারালো ছুরি দিয়ে ওই নারীকে রক্তাক্ত করে। এ সময় তার চিৎকারে দুই আত্মীয় এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি মারধর করে ওই বখাটে।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তাবার্তা/জেএ