কোম্পানীগঞ্জে হাবিবের মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৭

কোম্পানীগঞ্জে হাবিবের মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৪ ১০:৪৩:৫৬

কোম্পানীগঞ্জে হাবিবের মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত

ছবি : নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত  ব্যক্তি হলেন উপজেলার চাতলপাড় গ্রামের মজলিস মিয়া ওরফে হাবিব (৩০)। তিনি সৌদি আরব প্রবাসী কিছুদিন আগে দেশে এসেছেন। 

আহতের বড় ভাই চান মিয়া মজনু  জানান, পূর্ব বিরোধের জেরে ইসলামপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে আহসানুল ওরফে আল আমিন ও আশরাফুল আমার ছোট ভাই হাবিবের মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত ব্যক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম সি