জামায়াতকে নি ষি দ্ধে র প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে : আইনমন্ত্রী
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৪

জামায়াতকে নি ষি দ্ধে র প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে : আইনমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৩:০৭:৩৮

জামায়াতকে নি ষি দ্ধে র প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যে : আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত


কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।  

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। 

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে সই করেছেন আইনমন্ত্রী, কিছুক্ষণ পর প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা গত পরশু শুরু করে দিয়েছিলাম। এর মধ্যে এই নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে, সেটারও কিছু আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো পূরণ করতে হবে। 

‘যে কারণে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয় সেই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠিয়েছে, এরপর সেটিকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি, আমার মনে হয়ে, কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে দেবে।’

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াত-শিবির ও অন্যান্য যে অঙ্গ সংগঠন নিষিদ্ধ, এটা সন্ত্রাসবিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে, সেখানে এগুলো তালিকাভুক্ত হবে। এটাই আমাদের সিদ্ধান্ত, আপনারা মনে হয় কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন পেয়ে যাবেন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

জৈন্তাবার্তা / জারা


শীর্ষ সংবাদ:

লাখাইয়ে বোরো ধানের বাম্পার ফলন : দ্রুত ধান কাটার নির্দেশ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ : সেই কৃষিজমি পরিদর্শনে বিএডিসি কর্তৃপক্ষ
বালু-পাথরখে*কো সি*ন্ডিকেটের দৌ*রাত্মে অসহায় জাফলংয়ের জুমপাড়
তাহিরপুরে মন্দিরের জায়গা কেটে বালুর পাহাড়, হু*মকিতে স্থাপনা
সিলেটসহ ৪ বিভাগে ‘ব্যাপক প্রা*ণঘাতী ব*জ্রপাতের’ আ*শঙ্কা
সিলেটে বি জি বি র উপর শ্রমিকদের হা ম লা, নেপথ্যে কী
টাইম ম্যাগাজিনের ১০০ প্র ভা ব শা লী র তালিকায় ড. ইউনূস
সিলেটে বাল্যবিবাহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু*ন
বিডিআর হ ত্যা কা ণ্ডে র রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা
সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে