জৈন্তাপুরে কিশোর ব লৎ কা রের চেষ্টার অভি যো গ: আ ট ক ১
রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:২৯

জৈন্তাপুরে কিশোর ব লৎ কা রের চেষ্টার অভি যো গ: আ ট ক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ০৬:৩০:৩১

জৈন্তাপুরে কিশোর ব লৎ কা রের চেষ্টার  অভি যো গ: আ ট ক ১

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে ১৩ বছর বয়সী এক কিশোর ছেলেকে বলৎকার করার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

আটক হওয়া আসামির নাম নছিম উদ্দিন (২৫)। সে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ভিত্রিখেল কইনাখাই গ্রামের মৃত মুছা মিয়ার পুত্র। 

পুলিশ সূত্রের জানা যায়, গত শনিবার (১০ই মে) রাত ১১ ঘটিকায় ভিকটিম ওই কিশোরের মা থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ গিয়ে নছিমকে আটক করে থানায় নিয়ে আসে। 

পুলিশ আরো জানায়, আসামি নছিম দীর্ঘদিন ভিকটিম ওই কিশোর ছেলেকে কু -প্রস্তাব দিয়ে আসছিলো। গত ৩রা মে ভিকটিম ওই কিশোর বাড়ী যাওয়ার পথে সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌছালে আসামি নছিম তাকে জোরপূর্বক স্কুলের পিছনে ঝোঁপের নিকট নিয়ে বলৎকারের চেষ্টা করে। পরে ভিকটিম ওই কিশোর ঘটনাস্হল থেকে দৌড়ে পালিয়ে একটি দোকানের সামনে এসে পৌছালে নছিম তাকে আটক করে মারধর করে শরীলে নীলাফুলা জখম করে। 

পরে দোকানে থাকা স্হানীয় লোকজন ভিকটিম ওই কিশোরকে উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেয়। 

ভিকটিম ওই কিশোরের পারিবারিক সূত্রে জানানো হয়, সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া ঘটনার পর নছিম উদ্দিন তাদের পরিবারকে আইনগত ব্যবস্হা না নিতে নানাবিধ হুমকি প্রদান করে। এমনকি ভিকটিমের বাড়ীর আশপাশে দা হাতে তাকে তারা ঘুরাঘুরি করতেও দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করেন। পরে ভিকটিম ওই পরিবার তাদের আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন কিশোরের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই নছিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -০৬ তাং ১০/০৩/২০২৫। তিনি আরো বলেন রবিবার সকাল আটক নছিম উদ্দিনকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট