নিউজিল্যান্ড দলে ফিরলেন জেমিসন-সোধি
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:১৯ AM

নিউজিল্যান্ড দলে ফিরলেন জেমিসন-সোধি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৪:৫৭:৪৭ PM

নিউজিল্যান্ড দলে ফিরলেন জেমিসন-সোধি

সংগৃহিত


আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার কাইল জেমিসন ও লেগস্পিনার ইশ সোধি। আগামী ৫ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

জেমিসন সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাইড স্ট্রেইন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। অন্যদিকে সোধি গত অক্টোবরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলার পর আবারও দলে ফিরলেন।

এছাড়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ওয়েলিংটনের অলরাউন্ডার নাথান স্মিথ। তিনি আগেই ঘরের মাঠে ও শ্রীলংকা সফরে নিউজিল্যান্ড দলে ছিলেন।

তবে পেসার ম্যাট হেনরি টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে ক্যাফ ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, হেনরি নির্ধারিত সময় অনুযায়ী একটি কন্ডিশনিং ও রিহ্যাব প্রোগ্রামের মধ্য দিয়ে যাবেন, যাতে পরবর্তী ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য সম্পূর্ণ ফিট থাকতে পারেন।

ইনজুরির কারণে দলে জায়গা হয়নি ফিন অ্যালেন (পায়ের ইনজুরি), লকি ফার্গুসন (হ্যামস্ট্রিং), অ্যাডাম মিলনে (গোড়ালি), গ্লেন ফিলিপস (গ্রোয়েন) ও বেন সিয়ার্স (হ্যামস্ট্রিং)-এর।

পাঁচ ম্যাচের এই সিরিজটি হবে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ সিরিজ, যেখানে কোচ ওয়াল্টার ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল ঘোষণা করবেন।

এটি হবে কেন উইলিয়ামসন-পরবর্তী নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি সিরিজ, যিনি সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফাউকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রচীন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সাইফার্ট (উইকেটকিপার), নাথান স্মিথ, ইশ সোধি।

জৈন্তাবার্তা / সুলতানা


শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে বিষমুক্ত সবজি চাষ বদলে যাচ্ছে গ্রামীণ কৃষি
টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরে গান বাজনা নিষিদ্ধ
নির্বাচনের সময়ে ষড়*যন্ত্র শুরু হয়, সবাইকে সজাগ থাকতে হবে- তাহসিনা রুশদী লুনা
কেন্দ্র থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি,তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেব- হাকিম চৌধুরী
কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পুনর্বি*বেচনার দাবি আবেদ রাজার
মঙ্গলবারও সিলেটের বহু এলাকায় বিদ্যুৎ থাকবে না
নাসের রহমানের বক্তব্যে হবিগঞ্জ-মৌলভীবাজারে উত্তে*জনা, মুখো*মুখি পরিবহণ মালিক-শ্রমিকরা
জৈন্তাপুর ও কানাইঘাটে ৩৫ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ
কুলাউড়ায় ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহ*ত্যা
লাল শাপলা বিলের সৌন্দর্য ম্লান করছে কচুরিপানা