সাহিবজাদার অবিশ্বাস্য ব্যাটিং, ৯ ইনিংসে ৪ সেঞ্চুরি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৫৩

সাহিবজাদার অবিশ্বাস্য ব্যাটিং, ৯ ইনিংসে ৪ সেঞ্চুরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ১০:৩৭:০৪

সাহিবজাদার অবিশ্বাস্য ব্যাটিং, ৯ ইনিংসে ৪ সেঞ্চুরি

ছবি : সংগৃহীত


টি-টোয়েন্টি ক্রিকেটে সাহিবজাদা ফারহানের অবিশ্বাস্য পারফরম্যান্স চলছেই। পাকিস্তানের প্রথম ও বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দারুণ এক কীর্তি গড়লেন তিনি। ছুঁয়েছেন এক বছরে চার সেঞ্চুরির রেকর্ড।

গতকাল সোমবার (১৪ এপ্রিল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পেশাওয়ার জালমির বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাহিবজাদা। ৫২ বলে খেলেন ১০৬ রানের ইনিংস। তাতেই তিনি নাম লেখান ইতিহাসে।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি চার সেঞ্চুরির যৌথ রেকর্ড ক্রিস গেইল, ভিরাট কোহলি, জস বাটলার ও শুবমান গিলের। এবার সেখানে নাম লেখালেন তিনিও।

তবে সাহিবজাদার চার সেঞ্চুরি হয়ে গেছে মাত্র ৯ ইনিংসেই! মার্চ মাসে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ছয় ম্যাচেই সেঞ্চুরি করেন তিনটি- ১১৪*, ১৬২*, ১৪৮। আর গেল রাতে পেলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম সেঞ্চুরি।

অবশ্য পাকিস্তানের হয়ে নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেও তেমন ভালো করতে পারেননি সাহিবজাদা। রান করতে পেরেছেন ৯.৫৫ গড়ে কেবল ৮৬।

উল্লেখ্য, সাহিবজাদার সেঞ্চুরিতে পেশোয়ারের বিপক্ষে ১০২ রানের বড় জয় পেয়েছে তার দল ইসলামাবাদ। আগে ব্যাট করে ৫ উইকেটে ২৪৩ রান তুলে তারা। যা তাড়া করতে নেমে ১৮.২ ওভারেই গুটিয়ে যায় পেশোয়ার।

জৈন্তাবার্তা / সুলতানা