ঈদে মুক্তি পাচ্ছে হাফ ডজন সিনেমা
রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৪২

ঈদে মুক্তি পাচ্ছে হাফ ডজন সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০২:৫৬:৪৪

ঈদে মুক্তি পাচ্ছে হাফ ডজন সিনেমা


প্রতিবছর দেশের প্রেক্ষাগৃহে দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেশি থাকে। তাই অনেক নির্মাতা-প্রযোজক ও অভিনয় শিল্পীরা সিনেমা মুক্তির জন্য ঈদকেই বেচে নেয়। এবার ঈদেও মুক্তি পাচ্ছে হাফ ডজন সিনেমা। ছয় সিনেমার লড়াইয়ে কে থাকবে এগিয়ে, কার সিনেমায় দর্শক হাউজফুল থাকবে দেখা যাবে কাল থেকেই।

তাণ্ডব : ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে প্রচার-প্রচারনায় সব থেকে বেশি এগিয়ে আছে  শাকিব খানের ‘তাণ্ডব’। এরমধ্যে এ সিনেমার ‘লিচুর বাগানে’ গানটি সামাজিক মাধ্যমে দারুণ ঝড় তুলেছে। এ গানে সাবিলা নূর ও শাকিবের রসায়ন দর্শকের প্রশংসায় ভাসছে। এ সিনেমায় আরও আছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, আফজাল হোসেনসহ আরও অনেকে। এটি নির্মাণ করছেন রায়হান রাফি।

নীলচক্র : দীর্ঘদিন পরে এ সিনেমার মধ্য দিয়ে পর্দায় আসছেন আরিফিন শুভ। এরমধ্যে এ সিনেমার টিজার ও গান দর্শকের পছন্দের তালিকায় এসেছে। বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এ সিনেমার ‘ধোকা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠদিয়েছেন বালাম। কণ্ঠ দেবার পাশাপাশি পর্দায় গানটিতেও তিনি অংশ গ্রহন করেছেন। এ সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এটি অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা। এটি পরিচালনা করেছেন মিঠু খান।

ইনসাফ : ঈদে মুক্তি পাচ্ছে নির্মাতা সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমাটি। এতে  অভিনয় করেছেন মোশাররফ করিম ও শরীফুল রাজ। তাদের সঙ্গে আরও আছেন তাসনিয়া ফারিণ। এ সিনেমার মধ্যে দিয়ে অভিনেত্রী প্রথমবারের মত বানিজ্যিক সিনেমায় আসছেন। বুধবার প্রকাশ হয়েছে এ সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা-২’ গানটি। এ গানে ফারিণের  পারফরম্যান্স দারুণ সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় রাজের সঙ্গে ফারিণের রসায়ন।

এশা মার্ডার-কর্মফল : আজমেরী হক বাঁধনকে ঈদে দেখা যাবে ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমায়। এ সিনেমার টিজারে বাঁধন একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা দিলেন। যার মিশন তিনটি খুনের রহস্য বের করা। এতে আরও আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও সুমিতসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার।

টগর : আদর আজাদ ও পূজা চেরী অভিনীত এ সিনেমাটি শুরু থেকে বেশ আলোচনায় আছে। সামাজিক মাধ্যমে আদর আজাদ ও পূজা বেশ সক্রিয় সিনেমাটির প্রচারণায়। এরমধ্যে এ সিনেমার ‘১০০% দেশী’ এবং ‘ও সুন্দরী’ গানটি প্রকাশ হয়েছে। অলক হাসান পরিচালিত এ সিনেমায় আরও আছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার প্রমুখ।

উৎসব : ঈদে মুক্তি পাচ্ছে ‘উৎসব’ নামে একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন তানিম নূর। কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ‘এ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

জৈন্তা বার্তা/আরআর


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট