‘নারীদের পোশাক পরে অভিনেতাদের কোলে বসে পড়েন, অশ্লীল কৌতুক’
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৩

‘নারীদের পোশাক পরে অভিনেতাদের কোলে বসে পড়েন, অশ্লীল কৌতুক’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৬:৫১:০৭

‘নারীদের পোশাক পরে অভিনেতাদের কোলে বসে পড়েন, অশ্লীল কৌতুক’

ছবি: সংগৃহীত


‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সুনীল গ্রোভার যেভাবে নিজেকে উপস্থাপন করেন ও যা কিছু করেন সেগুলোকে ভালো চোখে দেখছেন না আরেক কৌতুকাভিনেতা সুনীল পাল। সুনীল পাল বিষয়গুলোকে  ‘অশ্লীল কৌতুক’ বলে আখ্যায়িত করেছেন। 

সুনীল পাল বলছেন, বার বার নারী সাজে অভিনেতাদের কোলে বসে পড়া দেখে ঘৃণার উদ্রেক হয়। নারীদের পোশাক পরে অশ্লীল কথাবার্তা বলেন। তিনি আরও বলেন, সুনীল গ্রোভারকে খুব একঘেয়ে লাগছে। সেই একই জিনিস, কোনো নতুনত্ব নেই! তিনি নিজের কাজ করুন ঠিক আছে কিন্তু অন্যদের যেন জ্ঞান দিতে না যান। 

‘একে তো অশ্লীল, তার ওপর পারফরম্যান্সে কোনো স্বকীয়তা নেই। খুব সস্তার নিদর্শন! মনে হচ্ছে, যেন গত পরশুর রান্না করা বিরিয়ানি আজ খেতে দেওয়া হচ্ছে।’ সুনীল পাল এমন প্রশ্নও তোলেন— নারী সেজে এগুলো কী হচ্ছে? নারীদের পক্ষে এটা কি আদৌ সম্মানের?

এম সি