সংগৃহিত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এ ছাড়াও পথে রয়েছে আরও ৮টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনায় বিমান ওঠানামাও সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সাময়িকভাবে ফ্লাইট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সময়ের সাথে আগুনের মাত্রা বাড়ছে। কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠছে। বিমানবন্দরের বাইরে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে সিভিল অ্যাভিয়েশন, বিমান বাহিনী ও নৌবাহিনীর দুটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আইএসপিআর।
জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো।
জৈন্তাবার্তা / সুলতানা




