![বড়লেখা সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রে প্তা র ২ বড়লেখা সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রে প্তা র ২](admin/images/postimages/news_image_73d3ae7efa7980bd0a6e6d9da12270e91732706550.jpg)
ছবি: নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) মধ্যে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বড়লেখা উপজেলার ষাটহাল গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বড়লেখা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মালিক জুনু এবং সৎপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক জুনু (নং-০৯) মামলার সন্ধিগ্ধ আসামি। অন্যদিকে দেলোয়ার হোসেন সি আর (নং-২৯/২২) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
বড়লেখা থানার এসআই অপু দাস গুপ্ত বুধবার দুপুরে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা / জারা
![](images/39dc4deacdba2ff465c9342713a3d9af.gif)