
ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক), বারেকটিলা, শিমুল বাগানসহ পর্যটন স্পটে আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে তাহিরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জোন সিলেট রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি মো. শাখাওয়াত হোসেন।
তিনি বলেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী সকল নৌকায় নাম্বারিং করতে হবে। কোন নৌকা বিপদে পড়লে তাদের জন্য উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে একটি রেস্কিউ টিম গঠনের ব্যবস্থা করা হবে এবং প্রশাসনের সহযোগিতায় একটি ইন্সপেকশন টিম গঠন করা হবে। এই টিমের মাধ্যমে নৌকাগুলোতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় মেডিসিন বক্সের ব্যবস্থা ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা আছে কিনা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, প্রত্যেকটা নৌকাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সকলের দায়িত্ব। সবাই মিলে হাওরে আবর্জনা না ফেলে এগুলোকে একত্রিত করে বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। তাহিরপুর উপজেলায় মাদক বা কোন নিষিদ্ধ পণ্য যেন না ঢুকতে পারে সেজন্য উপজেলার প্রবেশ পথে থানা পুলিশের সহযোগিতায় একটি চেকপোস্ট স্থাপনের আহবান জানান তিনি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন— সিলেট রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমান, জেলা ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির, তাহিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল কাদির, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি এম.এ রাজ্জাক, জনকণ্ঠের তাহিরপুর উপজেলা নিজস্ব প্রতিবেদক আবির হাসান মানিক, কালবেলার তাহিরপুর উপজেলা প্রতিনিধি সৈকত হাসান, সাংবাদিক রুখন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,পর্যটকদের সেবার মান উন্নয়নে বর্ষা ৬মাসের জন্য ট্যুরিস্ট পুলিশের একটি তথ্য সেবা কেন্দ্র (হেল্প ডেস্ক) করা হবে। তার জন্য সম্ভাব্য জায়গাও নির্ধারণের ব্যবস্থা করা হচ্ছে। দুর্যোগকালীন সময়ে হাওরে বিপদ সংকেত দিতে পতাকা উড়ানোর ব্যবস্থা করা হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার
