বিছনাকান্দিতে পাথর চু*রি ঠেকাতে বি এস এফ সাউন্ড গ্রে নে ড নি*ক্ষেপ ও ফাঁকা গু*লি
রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৩১

বিছনাকান্দিতে পাথর চু*রি ঠেকাতে বি এস এফ সাউন্ড গ্রে নে ড নি*ক্ষেপ ও ফাঁকা গু*লি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০৭:৩৬:২৩

বিছনাকান্দিতে পাথর চু*রি ঠেকাতে বি এস এফ সাউন্ড গ্রে নে ড নি*ক্ষেপ ও ফাঁকা গু*লি

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পর্যটন স্পট জিরো পয়েন্টে পাথর চুরি করতে যাওয়া শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় ভয়ে পালাতে গিয়ে পাথরে আঘাত পেয়ে  শ্রমিকদের মধ্যে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এর মধ্যে একজন অজ্ঞান হলেও  পরে আবার  সুস্থ হয়েও  উঠেছেন।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বিছনাকান্দি পর্যটন স্পটের নদীর পূর্ব পাড়ে ভারতীয় সীমান্ত এলাকার  জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় আহত হয়েছেন উপজেলার বগাইয়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে আক্কাস মিয়া( ৩০)।

স্থানীয় লোকজন ও বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিদিন রাতের আধাঁরে বিছনাকান্দি পর্যটন স্পটে ভারতীয় সীমান্ত এলাকার জিরো পয়েন্টে পাথর চুরি করতে যায় শ্রমিকরা।গতকাল রাতে ১৫ থেকে ২০ জন শ্রমিক বাংলাদেশ ভারত সীমান্তের বিছনাকান্দি পর্যটন স্পটের জিরো পয়েন্টে  বার্কি নৌকা নিয়ে পাথর তুলতে যান।এসময় ভারত সীমান্তবর্তী এলাকয় ঢুকে পাথর উওোলন শুরু করেছিলেন। এক পর্যায়ে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহলরত  সদস্যরা বিষয়টি বুঝতে পেরে বাঁশি বাজিয়ে শ্রমিকদের ধাওয়া দেন।এসময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ে।এক পর্যায়ে  একটি  ফাঁকা গুলি ছোড়ে। এতে শ্রমিকরা ভয়ে পালাতে গিয়ে পাথরের আঘাতে কয়েকজন হতাহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জানান, বিজিবির বাঁশি ও বিএসএফ ফাঁকা গুলির শব্দে  আক্কাস মিয়া  অজ্ঞান হয়ে পরে। সহপাঠীরা তাকে  উদ্ধার করে আনলে ঘন্টা দুয়েক পর প্রাথমিক চিকিৎসায় তার জ্ঞান ফিরে। এসময় শ্রমিকরা  পালাতে গিয়ে পাথরের আঘাতে  কয়েকজনের হাত পা কেটেও গেছে।

সিলেট ব্যাটালিয়ন( ৪৮ বিজিবি)  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন,মূলত পাথর আনাটাই অপরাধ।  শ্রমিকরা পাথর চুরি করতে জিরো পয়েন্ট অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে গিয়েছিল। বিজিবি খবর পেয়ে বাঁশি বাজিয়ে শ্রমিকদের ধাওয়া করে। একই সময় বিএসএফ এসেও শ্রমিকদের ভয় দেখাতে  দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং একটি ফাঁকা গুলি ছোড়ে। শুনেছি ভয়ে একজনের সমস্যা হয়েছিল তবে সে সুস্থ হয়ে গেছে।  বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট