
ছবি: নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখায় তীব্র তাপপ্রবাহে রিকশাওয়ালা ও সাধারণ শ্রমজীবি মানুষদের মাঝে সুপেয় পানি বিতরণ করেছে জাতীয় সামাজিক -স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের নেতৃত্বে বড়লেখা পৌরশহরের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
শীতল পানি ও স্যালাইন হাতে পেয়ে রিকশাচালক সাজু মিয়া বলেন, গরমের মধ্যেও রিকশা চালাই। শরিল দূর্বল হয়ে পড়ে অনেক সময় স্যালাইন-টান্ডা পানি পান করতে পারিনা। আজ হঠাৎ দেখি ঠান্ডা পানি ও স্যালাইন দিচ্ছে, খুব উপকার হলো।
জরুরি প্রযোজনে বাজারে এসেছিলেন হালিমা বেগম, ফেরার পথে প্রচণ্ড গরমে মাথা ঘুরছিল। তিনি বলেন, আমাকে তারা স্যালাইন ও টান্ডা পানি দিয়েছেন। খেয়ে অনেকটা সুস্থ লাগছে। আল্লাহ তাদের ভালো করুন।
স্থানীয় নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চমৎকার উদ্যোগ ভালোকাজ অবশ্যই প্রশংসার দাবি রাখে। নিসচা শুধু সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেনা। তারা মানুষের কল্যানে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালা করে তাকে। তাদের ভালো ভালো উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।
সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন বলেন, তীব্র তাপদাহ চলছে দেশর বিভিন্ন অঞ্চলে। বড়লেখায় ক্রমশ বেড়ে চলছে গরমের তীব্রতা। অঞ্চল ভেদে ৩২/৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে গরমের তীব্রতা। গরমের তীব্রতায় শরীর ঠান্ডা ও সুস্থ রাখা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। চলমান এ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। জীবিকার তাগিদে প্রখর খরতাপ উপেক্ষা করেও তারা রাস্তায় বের হতে হচ্ছে। বিশেষত রিকশাচালকরা পড়েছে বিপাকে। তপ্ত রোদেও থামাতে পারেনি নিম্নআয়ের এসব মানুষের রিকশার প্যাডেল। তাই আজ সেই রিকশাওয়ালা ও নিম্নআয়ের মানুষের মুখে সামান্য হাসি ফুটানোর জন্য আমরা এখানে এসেছি।
এসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য এহসান আহমদ, নিরঞ্জন দেবনাথসহ অন্যান সদস্যরা উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার
