
ছবি : ফাইল ফটো
দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। পরিবার নিয়ে বসবাস করছেন সুদূর অস্ট্রেলিয়ায়। তবে গত বছর হুট করেই অভিনয়ের ফেরার ঘোষণা দেন এই অভিনেত্রী। নাম লিখান পরপর দুটি সিনেমায়। মূলত, ‘রঙ্গনা’ শিরোনামের সিনেমা দিয়ে তার ফেরা।
গত বছরের এপ্রিলে সিনেমার শুটিংয়েও অংশ নেন শাবনূর। এরপর কেটে গেছে ১৪ মাসেরও বেশি সময়। ওই সময় অভিনেত্রী জানিয়েছিলেন, নিজেকে আরও একটু প্রস্তুত করেই শুটিংয়ে ফিরবেন তিনি।
এদিকে, চলতি বছর ৮ আগস্ট থেকে ‘রঙ্গনা’র বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে তার আর হয়নি। অস্ট্রেলিয়া থেকে শাবনূর বলেছিলেন, ‘এখন শুটিং করার অবস্থায় আমরা কেউ নেই। দেশের এ পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না। সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরব। তারপর শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল করব।’
এরই মধ্যে গুজব রটেছে- শাবনূর সম্মানীর কারণে নির্মাতাকে শিডিউল দিচ্ছে না। আর সে কারণেই মাঝপথে থেমে গেছে সিনেমার কাজ। নির্মাতা নাকি তার সঙ্গে কথা দিয়ে কথা রাখেননি। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন শাবনূর। জানিয়েছেন, এসব গুজব।
এবার সিনেমার নির্মাতা আরাফাত হোসাইন বললেন, ‘দ্বিতীয় অংশের জন্য কিছুটা প্রস্তুতির প্রয়োজন ছিল। এ কারণেই দীর্ঘ একটা বিরতি। আমাদের সব প্রস্তুতি এখন সম্পন্ন। আশা করছি, ডিসেম্বরে আবার ‘রঙ্গনা’র ক্যামেরা চালু করতে পারব।’
জানা গেছে, ‘রঙ্গনা’য় আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশারসহ অনেকে। এতে গান থাকছে তিনটি। এগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। সিনেমার গল্প লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।
জৈন্তাবার্তা / সুলতানা
