বড়লেখায় কেনাকাটায় র‍্যাফেল 'ড্র' বিজয়ীদের পুরস্কার দিল তালহা কালেকশন
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৩০ AM

বড়লেখায় কেনাকাটায় র‍্যাফেল 'ড্র' বিজয়ীদের পুরস্কার দিল তালহা কালেকশন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০৮:১৪:৫০ PM

বড়লেখায় কেনাকাটায় র‍্যাফেল 'ড্র' বিজয়ীদের পুরস্কার দিল তালহা কালেকশন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় ক্রেতাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে জহির ম্যানশনস্থ তালহা কালেকশন, তাহিয়া ফেব্রিক্স, আনোয়ারা সুপার শপ, ও তাওসিফ সুজ ফেয়ারের উদ্যোগে র‌্যাফেল "ড্র" ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে ৪টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাংবাদিক সুলতান আহমদ খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। 

আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নসীব আলী, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, হাজীগঞ্জ বাজারের আহবায়ক কমিটির সদস্য হারুনুর রশিদ, আব্দুল হাসিব, বড়লেখা যুবকল্যাণ পরিষদের সভাপতি ডা. কামাল উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক লিটন শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, নির্বাহী সদস্য মস্তফা উদ্দিন, সদস্য তাহমিদ ইশাদ রিপন, সদস্য রেদোয়ান রুম্মান, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম বাবলু প্রমুখ। 

প্রতিষ্টান গুলোর স্বত্বাধিকারী সাংবাদিক সুলতান আহমদ খলিল বলেন, ক্রেতাদের উৎসাহিত করতে ১লা রমজান থেকে ৩০ জুন পর্যন্ত এক হাজার টাকার পন্য ক্রয়ের ভিত্তিতে একটি কুপন দেওয়া হয়, সেই কুপনে ক্রেতার নাম ও মোবাইল নাম্বার লিখে নির্দিষ্ট বক্স'এ জমা দিয়েছেন। পরে ফেসবুক লাইভে র‍্যাফেল 'ড্র’র মাধ্যমে ২৩ জন ক্রেতাকে বিজয়ী করা হয়েছে। প্রথম পুরস্কার ছিল ১ টি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন,তৃতীয় পুরস্কার ছিল ১ টি সেলাই মেশিনসহ মোট ২৩ টি আকর্ষণীয় পুরস্কার ছিল। আজ বিজয়ীদের হাতে অতিথিদের মাধ্যমে পুরস্কার তুলে দিয়েছি। 

জৈন্তাবার্তা / মনোয়ার