জগন্নাথপুরে গরু চু রি মা ম লা র ২ আ সা মি গ্রে প্তা র
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৩৮

জগন্নাথপুরে গরু চু রি মা ম লা র ২ আ সা মি গ্রে প্তা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০৩:০৫:৫৬

জগন্নাথপুরে গরু চু রি মা ম লা র ২ আ সা মি গ্রে প্তা র


সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশ অভিযান চালিয়ে গরু চুরি মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবার (৩০ অক্টোবর) সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামের কদরিছ আলীর পুত্র জুনেদ হোসেন (৩০) ও ছাতক উপজেলার চানভরাং গ্রামের মৃত মোস্তফা আলীর পুত্র রুবেল আহমদ (৩৫)।

জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুইজন জগন্নাথপুর থানায় গরু চুরির ঘটনায় অভিযুক্ত। তাদের বিরুদ্ধে থানায় মামলা (নং-০১ ও ধারা ৩৭৯/৩৪, পেনাল কোড) আছে। জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দের দিকনির্দেশনায় এসআই মো. শাহিন হোসেনের নেতৃত্বে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, বুধবার গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর