ছবি : সংগৃহীত
গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধা গনি শেখের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গনি শেখের রহস্যজনক মৃত্যুর পর থানায় মামলা দায়ের করেছে তার পরিবার। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সকালে নিহতের ছেলে মো. সিহাব সাজেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন, গনি শেখের বাড়ির কেয়ারটেকার নাজমুল করিম ওরফে লোকমান (৫৫) ও রতন মিয়া (৪৩)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার নলগাঁও খয়ড়াপাড়া নিজ গ্রামের বাড়িতে গনি শেখ একাই বসবাস করতেন। গত শুক্রবার সকাল থেকে তার পাওয়া যাচ্ছিল না। পরে তার মোবাইল ফোনে চেষ্টা করলে নিজ বসত ঘরে রিং হওয়ার শব্দ শোনা যায়। সবশেষ রোববার দুপুরে লোকমান মিয়া গনি শেখের মরদেহটি নিজ বাড়ির পাশের ক্ষেতে দেখতে পান। তারপর সবাইকে খবর দেওয়া হয়। পরে সোমবার এ ঘটনায় মামলা দায়ের করেন গনি শেখের ছেলে সিহাব।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাপাসিয়া উপজেলা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা বজলুল রশিদ মোল্লা জানান, তিনি একজন সম্মানিত মুক্তিযোদ্ধা ছিলেন এবং সমাজের নানা উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। তার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, মুক্তিযোদ্ধার ছেলে সিহাব সাজেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




