
ছবি: নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের ইজমা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১১তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ইজমা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি’র ২য় শাখা ও আজীবন দাতা সদস্যদের আর্থিক অনুদানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ফাহিম আহমদ বলেন, গ্রামের মুরুব্বিয়ান, যুবক ভাই ও সংগঠনের সকল সদস্যদের নিয়ে ইফতার মাহফিল সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে। আমাদেরকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে সংগঠনের ২য় শাখা ইজমা ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি ও সংগঠনের আজীবন দাতা সদস্যবৃন্দ। তাঁদেরকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
জৈন্তাবার্তা / মনোয়ার
