ইজিবাইক চা পা য় প্রা ণ গেল দাদি-নাতির
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:২২ AM

ইজিবাইক চা পা য় প্রা ণ গেল দাদি-নাতির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৩/২০২৫ ১১:০৬:২৯ AM

ইজিবাইক চা পা য় প্রা ণ গেল দাদি-নাতির

প্রতীকী ছবি


ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকের চাপায় পারভিন বেগম (৪২) নামে এক দাদি ও তার নাতি মহশিন মোল্যা (৬ মাস) নামে দুজন নিহতের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (২৬ মার্চ) বিকেলে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মাগুরার মহম্মদপুর-বোয়ালমারী সড়কের শাহ জাফর মহিলা মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে আরো তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত পারভিন বেগম ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী ও শিশু মহসিন মোল্যা তার ভাতিজা নূর মিয়ার ছেলে।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, মাগুরার মহম্মদপুর-ফরিদপুরের বোয়ালমারী সড়কে বোয়ালমারীগামী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ময়না শাহ জাফর মহিলা মাদরাসা এলাকায় রাস্তার পাশে বসে থাকা পারভীন বেগম (৪২) ও জুনু বেগম (৫০) ও ৬ মাস বয়সের মহশিন মোল্যা নামে এক শিশুকে চাপা দেয়। এ সময় ইজিবাইকে থাকা চালক ও চালকের স্ত্রীও মারাত্মক আহত হন।

স্থানীয়রা আহত ৫ জনকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে গুরুতর আহত পারভীন বেগম (৪২) ও নাতি মহশিন মোল্যাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহিলা কলেজ এলাকায় তারা দুজন মারা যায়।

জৈন্তাবার্তা / সুলতানা


শীর্ষ সংবাদ:

প্রবাসের জীবন ছেড়ে সফল খামারি হারিছ
বাজারে শীতকালীন সবজি তবু নাগালের বাইরে দাম - বি*পাকে নিম্নআয়ের মানুষ
খন্দকার মুক্তাদিরের সেলফি , চা-শ্রমিকদের উচ্ছ্বাস
ফ্লাইট জটি*লতায় কাল দেশে আসছে না কনটেন্ট ক্রিয়েটর দীপের ম*রদেহ
‘নিজের খাইয়া কামরুল ভাই, আমরা তোমায় ভুলিনাই’স্লোগানে মুখরিত তাহিরপুর
মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে বিপ্ল*ব ঘটাতে চাই - সৈয়দ মোঃ ফয়সল
শাকসু নির্বাচনে বা*ধ্যতামূলক ডো*প টেস্ট, অনলাইন প্রচারণায় ক*ঠোর বিধিনি*ষেধ
বিশ্বনাথ আশুগঞ্জ বাজার সেতুর অভাবে চরম দু র্ভো গে এলাকাবাসী
শেখ হাসিনার মৃ*ত্যুদণ্ড ঘোষণা
ধানমণ্ডি ৩২ ভা*ঙার চেষ্টা ঠেকাল সে*নাবাহিনী