বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম
রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৪৯

বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ১১:০৮:০৪

বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

ছবি : সংগৃহীত


ময়মনসিংহে বিয়ের পাঁচ বছর পর একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন তানজিলা আক্তার (২৫) নামে এক নারী। এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

বুধবার (২১ মে) দুপুর ২টার দিকে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার হেলথ কেয়ার হাসপাতাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন তিনি।

তানজিলা আক্তার জেলার তারাকান্দা উপজেলার রায়পুর গ্রামের মো. নুরুল ইসলামের স্ত্রী। প্রেমের সম্পর্কের পর পাঁচ বছর আগে তারা বিয়ে করেন।

একসঙ্গে জন্ম হওয়া চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান রয়েছে। ছেলে সন্তানদের মধ্যে একজনের নাম রাখা হয়েছে মোহাম্মদ ইশরাক। অপরজনের নাম রাখা হয়েছে মো. আলী হাসান। তবে দুই মেয়ের নাম এখনো ঠিক করা হয়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. দেলোয়ারা পারভীন ডলি ওই নারীর অস্ত্রোপচার সম্পন্ন করেন। তিনি বলেন, ‌‘একসঙ্গে চার সন্তান জন্মের ঘটনাটি ব্যতিক্রম। মাসহ চার সন্তান সুস্থ রয়েছে। রোগীর স্বজনদের সঙ্গে আমরাও আনন্দিত।’

একসঙ্গে চার নাতি-নাতনি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তানজিলার মা নুরজাহান বেগম। তিনি জানান, নারায়ণগঞ্জের চাষাড়া এলাকার কসমেটিকস ব্যবসায়ী নুরুল ইসলামের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় তানজিলার। কিন্তু দীর্ঘ সময়েও তাদের সন্তান না হওয়ায় অনেকবার চিকিৎসকের কাছে গিয়েছেন। কিন্তু কোনো ফল হয়নি। চলতি বছর অন্তঃসত্ত্বা হন তানজিলা। বুধবার (২১ মে) প্রসব ব্যথা উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শ্রী রঞ্জণ নন্দী বলেন, বুধবার ওই নারী আমাদের হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর থেকেই তাকে অত্যন্ত যত্নশীল ও সাবধানতার সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সিজার করা হয়। তারা আমাদের হাসপাতালে এখনো চিকিৎসাধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট