বাগেরহাটের আকাশে ‘ইরিডিসেন্ট ক্লা উ ড’
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:১৮

বাগেরহাটের আকাশে ‘ইরিডিসেন্ট ক্লা উ ড’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ০৯:৪৮:৫৭

বাগেরহাটের আকাশে ‘ইরিডিসেন্ট ক্লা উ ড’

ছবি : সংগৃহীত


বাগেরহাটের আকাশে দেখা মিলেছে ‘ইরিডিসেন্ট ক্লাউড’ বা রঙধনু মেঘের। শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পশ্চিম আকাশে এই মেঘের দেখা মেলে। হালকা গোলাপি, সবুজ, কমলা, বেগুনি ও সোনালী আভা ছড়ানো এই মেঘ প্রায় ১৫ মিনিট ধরে আকাশে ঝলমল করতে দেখা যায়।

ইরিডিসেন্ট ক্লাউড হলো এক ধরনের অপটিক্যাল মেঘীয় ঘটনা, যা সাধারণত উচ্চ স্তরের স্ট্রাটোক্যুমুলাস বা সিরাস মেঘে দেখা যায়। সূর্যের আলো যখন মেঘের ভেতরকার ক্ষুদ্র ও অভিন্ন জলকণার মধ্য দিয়ে প্রতিফলিত ও প্রতিসরিত হয়, তখন এই রঙধনুর মতো মেঘ তৈরি হয়। এটি ‘ক্লাউড ইরিডিসেন্স’ নামে পরিচিত। সাধারণত হিমালয় অঞ্চলে এটা বেশি দেখা যায়।

বাগেরহাট শহরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা শেখ উদয় বলেন, “প্রথমে মনে হচ্ছিল, কেউ হয়তো কৃত্রিম আলো ফেলেছে। কিন্তু পরে বুঝি এটা প্রকৃতিরই সৃষ্টি। জীবনে প্রথম এমন রঙিন মেঘ দেখলাম।”

আবহাওয়াবিদদের মতে, ইরিডিসেন্ট ক্লাউড সাধারণত হিমালয় অঞ্চল বা উপসাগরীয় এলাকায় দেখা যায়। বাংলাদেশে এটি বিরল এবং স্বল্প সময়ের জন্য দৃশ্যমান হয়। উপকূলীয় অঞ্চলে গ্রীষ্মকালীন সন্ধ্যায় আবহাওয়ার পরিবর্তনকালে এমন ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, “এটা মূলত এক ধরণের মেঘ। এটাকে বৈজ্ঞানিক ভাষায় কোটরা (COTRA ) বলে। বাংলাদেশের আকাশে সচরাচর দেখা যায় না। বৈশাখের শেষ থেকে জৈষ্ঠ মাস পর্যন্ত মাঝেমধ্যে এই মেঘ দেখা যায়। সাধারণত বৃষ্টি থেমে যাওয়ার পরে সূর্য ডোবার আগ মুহূর্তে এই ধরণের দৃশ্য দেখা যায়। এতে ভয়ের কিছু নেই।”

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট