হামজাদের ম্যাচের টিকিটের চাহিদা তু ঙ্গে, চলছে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:২১

হামজাদের ম্যাচের টিকিটের চাহিদা তু ঙ্গে, চলছে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ১১:০৪:৩৫

হামজাদের ম্যাচের টিকিটের চাহিদা তু ঙ্গে, চলছে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা

ছবি : সংগৃহীত


আশি-নব্বইয়ের দশকে বাংলাদেশের ঘরোয়া ফুটবল ম্যাচের টিকিটের জন্য রাতে জেগে লাইনে থাকত। সময়ের বিবর্তনে ঘরোয়া ফুটবল দল তো দূরের কথা, আন্তর্জাতিক ম্যাচেও গ্যালারী শূন্য থাকত অনেক। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশের হয়ে খেলার পর থেকে ফুটবলের দৃশ্যপট বদলে গেছে। ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের একটি টিকিট যেন সোনার হরিণ।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট দুপুর ১২ টায় ছাড়ার কথা ছিল। বাফুফে সোয়া এগারোটার দিকে জানায় রাত আটটা থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাই থেকে ফুটবলপ্রেমীরা টিকিটি সংগ্রহ করতে পারবেন। তাই রাত আটটার আগে থেকেই ফুটবলপ্রেমীরা টিকিফাই ডট লাইভের ওয়েবসাইটে ছিলেন।

নির্ধারিত সময়ের কয়েক মিনিট পর বাফুফের টিকিটিং পার্টনার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের অপশন লাইভ করেছে। শুরুর দিকে কয়েক মিনিট বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ অপশনে ক্লিক করে ভেতরে প্রবেশ করা গেলেও পরবর্তীতে সেটা হয়নি। আবার যখন প্রবেশ করা গেছে তখন কিছু গ্যালারীর টিকিটি সোল্ড আউট শো করছিল। এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া।

ফুটবল ভিত্তিক বিভিন্ন গ্রুপ ও পেজে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ টিকিট সংগ্রহ করেছে কে এই সংক্রান্ত নানা পোস্ট আসছে। অনেকে দেড় ঘন্টা চেষ্টা করেও টিকিট কাটতে পারেননি। আবার কেউ অনেক চেষ্টার পর বহুল কাঙ্খিত টিকিট পেয়ে তৃপ্তির হাসি হেসেছেন। 

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস টিকিটের বিষয়টি দেখভালের আনুষ্ঠানিক দায়িত্বে। তিনি ফুটবলপ্রেমীদের ভোগান্তি ও আগ্রহ নিয়ে বলেন, 'আমরা টিকিফাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে, এক সঙ্গে লক্ষাধিক হিট হওয়ায় তাদের সার্ভারে সমস্যা হয়। বাফুফের পক্ষ থেকে তাদেরকে সার্ভার স্বাভাবিক ও সচল রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে যেন ফুটবলপ্রেমীরা সহজে টিকিট সংগ্রহ করতে পারেন।'

ফুটবলপ্রেমীরা টিকিট না পেয়ে ভোগান্তির মধ্যে পড়ছে এটা একটা নেতিবাচক দিক হলেও আবার ইতিবাচকও রয়েছে। ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। একটি টিকিটের জন্য অনেকের লড়াই। সবাই গ্যালারীতে বাংলাদেশের গোলে উল্লাস করতে চায়। 

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট