ই স রা য়ে লে র ‘হৃদপিণ্ডে’ আ ঘা ত হেনেছে ই রা নে র ক্ষে প ণা স্ত্র
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৩০ AM

ই স রা য়ে লে র ‘হৃদপিণ্ডে’ আ ঘা ত হেনেছে ই রা নে র ক্ষে প ণা স্ত্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৩:১২:৫৬ PM

ই স রা য়ে লে র ‘হৃদপিণ্ডে’ আ ঘা ত হেনেছে ই রা নে র ক্ষে প ণা স্ত্র

ছবি : সংগৃহীত


ইরানে ইসরায়েলের বিমান বাহিনী অভিযান শুরুর পর সাধারণ ইসরায়েলিদের ধারণা ছিল যে সার্বিক পরিস্থিতি ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে। কিন্তু সংঘাতের ষষ্ঠ দিনে ইরান থেকে নিক্ষিপ্ত একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের সেই ধারণাকে নড়বড়ে করে দিয়েছে।


ইসরায়েলের প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষক ও ধারাভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ভূখণ্ডটির সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়োন্দা শাখার শিবির—স্থাপনা ধ্বংস হয়েছে। এই তিন স্থাপনার অবস্থান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায়।

গোয়েন্দা বিভাগের সদর দপ্তরের পাশে সোরোকা নামের একটি হাসপাতাল ছিল। ইরানের বোমার আঘাত লেগেছে সেই হাসপাতালেও। এতে কয়েকজন আহতও হয়েছেন।

ওরি গোল্ডবার্গ বলেন, “হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ইসরায়েলের সাধারণ বাসিন্দাদের হতবাক করে দিয়েছে। কারণ এতদিন পর্যন্ত তাদের ধারণা ছিল যে সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আজ তারা বুঝতে পেরেছে যে এই ধারণা পুরোপুরি সঠিক ছিল না।”

“অবশ্য এক্ষেত্রে দায় ইসরায়েলেরও আছে। কারণ ইসরায়েলের বেসামরিক এবং সামরিক স্থাপনাগুলো খুবই কাছাকাছি। ফলে সামরিক স্থাপনাকে টার্গেট করা হলে বেসামরিক স্থাপনায় আঘাত আসার সমূহ আশঙ্কা থাকে।”

জৈন্তাবার্তা / মনোয়ার