বাবার কাঁধে সন্তানের লাশ কতটা ভারী তা বুঝাতে পারব না
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৭

বাবার কাঁধে সন্তানের লাশ কতটা ভারী তা বুঝাতে পারব না

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০২:০২:০০

বাবার কাঁধে সন্তানের লাশ কতটা ভারী তা বুঝাতে পারব না

ছবি: নিজস্ব


‘সন্তানের লাশের বোঝা যে বাবা কাঁধে নেন তিনিই বোঝেন সন্তান হারানোর বেদনা। এই কষ্ট আমৃত্যু শেষ হবে না। আর এটা হওয়ারও নয়। টকবগে সন্তানের লাশ বুকে পাথর নিয়ে কাঁধে তুলতে হবে এবং মৃত শরীর পরম আদরে কবরে রাখতে হবে এ ব্যথা কেউ বাবা না হলে কখনো বুঝতে পারবেন না।

কথাগুলো এভাবে আবেগ আপ্লুত হয়ে এ প্রতিবেদককে বলেন,সন্তান হারা বাবা মা ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী কদর আলী।

মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের মাহিন্দ্রা ট্রাক্টরের শোরুমের ট্রাকের চাপায় সুহান মিয়া (১৬) নামে  এই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থী শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী থেকে এবার এসএসসি পাস করেছে। সুহান মিয়া নছরতপুর মা ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী কদর আলীর দ্বিতীয় ছেলে।
তার আকস্মিক মৃত্যুর খবর জানাজানি হলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। কেউই মেনে নিতে পারছেন না এ অকাল মৃত্যু।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে জানাজা সম্পূর্ণ হয়। মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে পিতা-মাতা, তার বড় ভাই ও এক ছোট ভাইসহ অসংখ্য আত্ময়ীস্বজন রেখেগেছেন।

এস এইচ টি/