ছবি : ফাইল ফটো
অনিয়ম রোধে সরকারি ভাতাভোগীদের নতুন করে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘ডিসিদের জানিয়েছি উপকারীভোগীদের আমরা যে সেবাটা দিই তার ৪৬ শতাংশ ত্রুটিপূর্ণ। অর্থাৎ ১০০ জনের মধ্যে ভুল ৪৬ জনের কাছে ভাতার টাকাটা যাচ্ছে। এটি শুধু বিশাল অঙ্কের অপচয় নয়, যার পাওয়ার কথা সেই মানুষটা কষ্টে থেকে যায়। আমাদের যে রিফর্ম কমিশন আছে তাদের দিক থেকেও এ কথাটা ব্যক্ত করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা যে উপকারভোগীদের তালিকা পেয়েছি, সেটি অতীত থেকে পেয়েছি। এখানে প্রচুর ত্রুটি আছে। ডিসিরাও আমাদের জানালেন যে কী পরিমাণ ত্রুটি তারা স্থানীয়ভাবে পাচ্ছেন। যে কারণে আমরা সোশ্যাল রেজিস্ট্রেশন (ভাতাভোগীদের নিবন্ধন) আবার নতুন করে করতে যাচ্ছি। এটার একটা এমআইএসও হচ্ছে। আমরা প্রযুক্তি ব্যবহার করে এবার নিবন্ধনটা করব। আমরা চাই, খুব দ্রুত এ ত্রুটিগুলো থেকে বেরিয়ে আসতে।’
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন এ ঘটনাগুলো ঘটে নানা অনিয়মের কারণে, দুর্নীতির কারণে। আমার ধারণা, তথ্য-প্রযুক্তির মাধ্যমে এটি সম্পূর্ণ রোধ করতে পারব। এ জন্য যতটুকু সময় লাগবে সেটুকু সময় দিতেই হবে।’
জৈন্তাবার্তা / রহমান




