
প্রতীকী ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংর্ঘষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীরচর গ্রামের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালনীরচর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক ও একই গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শওকত আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে নিয়ে বিরোধ চলে আসছে। ওইসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলামকদ্দমাও রয়েছে। সম্প্রতি একটি মামলায় ইউপি সদস্য শওকত আলীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ৮ দিন পর গত মঙ্গলবার জামিনে বের হন ইউপি সদস্য শওকত আলী। এরই জেরে গতকাল বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংর্ঘষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা
