ইউরোপ যাওয়ার টাকা না পেয়ে নিজ সন্তানকে আত্মগোপন রেখে দুই চাচার বিরুদ্ধে মামলার অভিযোগ
রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৫৪

ইউরোপ যাওয়ার টাকা না পেয়ে নিজ সন্তানকে আত্মগোপন রেখে দুই চাচার বিরুদ্ধে মামলার অভিযোগ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০৮:১৮:০১

ইউরোপ যাওয়ার টাকা না পেয়ে নিজ সন্তানকে আত্মগোপন রেখে দুই চাচার বিরুদ্ধে মামলার অভিযোগ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলায় চাচার কাছে ইউরোপে যাওয়ার টাকা চেয়ে না পাওয়ায় নিজ সন্তানকে আত্মগোপন রেখে দুই চাচা ও এক চাচাতো ভাইয়ের বিরুদ্ধে অপহরণের মামলার অভিযোগ উঠেছে চাচাতো বোন সাহানা জাহান পলি ও তার স্বামী দেলোয়ার মাহমুদ জুয়েল বক্সের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার ( ৩ জুন ) দুপুরে উপজেলার জাউয়া বাজারের জাহান পলি ও তার স্বামী দেলোয়ার মাহমুদ জুয়েল বক্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করছেন চাচাতো ভাই ইকবাল হোসেন।

সাহানা জাহান পলি দুই চাচারা হলেন,  নুরুল ইসলাম,  তিনি জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। অপরজন হলেন, মো. সৈয়দুল ইসলাম।  ইকবাল হোসেন হলেন নুরুল ইসলামের ছেলে।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০০৬ সালে ছাতক পৌর শহরের বাগবাড়ি মহল্লার মৃত মাহমুদ আলী বক্স এর ছেলে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার মাহমুদ জুয়েল বক্সকে পরিবারের অমতে গিয়ে পালিয়ে বিয়ে করেন সাহানা জাহান পলি। সে ছাতক পৌরসভার নোয়ারাই ইসলামপুর এলাকার মৃত শাহজাহান মিয়ার কন্যা। ২টি ছেলে ও একটি কন্যা সন্তান নিয়ে তারা সিলেট শহরের এয়ারপোর্ট থানাধীন খাসদবির বন্ধন বি-৫ এর ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছেন।   দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে স্বামী তাকে শারীরিক মানসিক নির্যাতন করে আসছিল।স্বামীর নির্যাতন সইতে না পেরে পলি আমাদের বাড়িতে এসে আশ্রয় নেয়। পরে পলি  স্বামীর বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে নারীও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।এ মামলায় স্বামী জুয়েল ২২ দিন জেল কাটেন। এছাড়া গত ২৬ নভেম্বর  ২০২৪ সালে সুনামগঞ্জ আদালতে উপস্থিত হয়ে স্বামীকে তালাকের নোটিশও প্রদান করেন স্ত্রী। 

তিনি আরও বলেন, জুয়েল  কারাভোগের পর  প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে।  নতুন এক ফন্দি আঁটেন তিনি। তার স্কুল পড়ুয়া ছেলে তাহসিন বক্সকে লুকিয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।এবং পুলিশের সহযোগিতা পেতে মানববন্ধনসহ নানা কর্মসূচি অব্যহত রাখেন। কিন্তু পুলিশ তার এই নাটকীয়তা বুঝতে পেরে মামলা নেয়নি। এ নিয়ে স্বামীর বিরুদ্ধে ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্ত্রী।  সংবাদ সম্মেলনে  পলি জানায় ১৩ বছরের ছেলেকে লুকিয়ে  তার চাচাসহ স্বজনদের অপহরণ মামলা করে ফাঁসাতে মরিয়া হয়ে উঠছেন। নারী নির্যাতন মামলা তুলে নিতেই মুলত এ নাটকের অবতারণা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।পরে পলি ছেলে উদ্ধারে  ১০০ ধারায় একটি পিটিশন করেন আদালতে। পিটিশন দায়েরের পরই তার স্বামী গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব দেন। পরে দু'পক্ষ বসে ঘটনার মিমাংসা হয়। এবং পলি ছেলেকেও ফিরে পেয়ে মামলা প্রত্যাহার করে নেন। স্বামী স্ত্রী একসাথে সংসার করা শুরু করেন।

তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, স্বামী, স্ত্রী মিল হওয়ার পর আমার  চাচা সৈয়দুল ইসলামের কাছে আসে পলি। চাচাকে পরিবারসহ ইউরোপে  যাওয়ার কথা বলে ১৫  লাখ টাকা দাবি করে। স্বামীর কথায় পলি এসে এসব বলছেন এমনটি ভেবে চাচা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। টাকা না দেয়ায় স্বামী, স্ত্রী মিলে আবারও সাজায় ছেলে তাহসিনকে দিয়ে অপহরণের নাটক। পরে পলি বাদি হয়ে সিলেটের আদালতে অপহরণ মামলা দায়ের করে চাচা সৈয়দুল ইসলামসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। মামলাটি বর্তমানে সিলেট সিআইডিতে তদন্তাধীন আছে।

সংবাদ সম্মেলন তিনি বলেন,  মিথ্যা অপহরণ মামলা করে আমার চাচাসহ আত্নীয় স্বজনকে হয়রানি করছে চাচাতো বোন। তাদেরকে টাকা না দেয়ায় এ মামলা করা হয়েছে।  এ মামলার নাটের গুরু তার স্বামী।  আমরা চাই ঘটনার তদন্ত করে আসল রহস্য খুঁজে বের করা হোক। এবং আমার চাচাসহ যাদের বিরুদ্ধে এ অপহরণ মামলা সাজানো হয়েছে তাদেরকে ন্যায় বিচারের স্বার্থে মামলা থেকে অব্যাহতি প্রদান করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ও তার ভাই মো. সৈয়দুল ইসলাম। তাদের দাবি স্বামী-স্ত্রী ও সন্তানকে জিজ্ঞাসাবাদ করলে থলের বিড়াল বেরিয়ে আসবে।


জৈন্তাবার্তা / এম সি


শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জের ভাতিজার হাতে চাচি খু*ন
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বি ক্ষো ভ
সিলেটের কোন পাথর কোয়ারি আর খোলা হবে না: উপদেষ্টা রিজওয়ানা হাসান
রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৫৯
কেয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকবে: জ্ব*লা নী উপদেষ্টা
সুনামগঞ্জে মিলল ব্রিটিশ আমলের সচল গ্রে নে ড, নি ষ্ক্রি য় করলো সে না বা হি নী
বৃষ্টি অধরাই, সিলেটে টানা তাপদাহে জনজীবন বি প র্য স্ত
ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোকে স ত র্ক থাকার নির্দেশ
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও, মৃ দু তাপ প্রবাহে পু ড়ে ছে সিলেট