মৌলভীবাজারে লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ*ত্যু
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৩৫ AM

মৌলভীবাজারে লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৫ ০৩:৩২:১৯ AM

মৌলভীবাজারে লাউয়াছড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শাহিন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১১ জুন) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের বাসিন্দা সে বাজিদ মিয়ার ছেলে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয়  উদ্যান এলাকা অতিক্রম করার সময় হঠাৎ শাহিন রেললাইনে উঠে পড়েন এবং ট্রেনের নিচে কাটা পড়ে এক পা তার  দেহের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহতের সঙ্গে থাকা রাসেল মিয়া জানান, তারা দুজন লাউয়াছড়ায় ঘুরতে এসেছিলেন। দুর্ঘটনার সময় তিনি উদ্যানের প্রধান ফটকের পাশে ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত শাহিনকে হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে শাহিন রেললাইনে গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

জৈন্তাবার্তা / মনোয়ার