ছবি: নিজস্ব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসজুড়ে চলছে একাধিক নির্মাণ ও সংস্কারকাজ। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব এলাকাতেই উড়ছে ধুলাবালি। প্রতিদিন এই ধুলায় আচ্ছন্ন পরিবেশে চলাচল করতে গিয়ে শ্বাসকষ্ট, চোখ ও ত্বকের জ্বালাসহ নানা স্বাস্থ্য সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা।
এ অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এসেছে শাবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে।
সংগঠনের সভাপতি রাহাত জামান বলেন, “ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নির্মাণকাজ চলার কারণে বাতাসে ধুলাবালির মাত্রা বেড়ে গেছে। শিক্ষার্থীরা প্রতিদিন এ অবস্থার মধ্যে চলাফেরা করছে। আমরা চাই তারা যেন অন্তত কিছুটা স্বস্তিতে শ্বাস নিতে পারে সেই চিন্তা থেকেই মাস্ক বিতরণ করছি।”
তিনি জানান,শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থাকা নিরাপত্তাকর্মীদের কাছ থেকে মাস্ক সংগ্রহ করতে পারবেন।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে মাস্ক তুলে দেন।
ছাত্রদল জানিয়েছে,শিক্ষার্থীদের কল্যাণে এটি তাদের সামাজিক দায়িত্ববোধের অংশ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।
জৈন্তাবার্তা / মনোয়ার




