অবশেষে যেভাবে বি সি বি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ AM

অবশেষে যেভাবে বি সি বি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৬:৫৬:০৬ PM

অবশেষে যেভাবে বি সি বি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

সংগৃহিত


বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক থাকেন দুইজন। গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এনএসসি যে দুজনকে মনোনয়ন দেয়, তাদের একজন ইসফাক আহসানকে নিয়ে সেদিনই বিতর্ক তৈরি হয়। পরে রাতেই সরিয়ে দেওয়ার কথা জানায় এনএসসি।

পরের দিন বোর্ড সভার পর ক্রিকেটাঙ্গনে আলোচনা হয় ইসফাকের পরিবর্তে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বিসিবি পরিচালক। বিসিবির পরিচালক হতে হলে কাউন্সিলর হতে হয়। সেই কাউন্সিলর আবার বোর্ডর অনুমোদন প্রয়োজন। রুবাবা এত দিন বিসিবির কাউন্সিলরই ছিলেন না। আজ জাতীয় ক্রীড়া পরিষদ ইশফাকের পরিবর্তে রুবাবাকে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে।

সাধারণত কাউন্সিলর বোর্ড সভায় অনুমোদন হয়। এরপর পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। সেটাও বোর্ড সভায় অনুমোদন প্রয়োজন। এবার কাউন্সিলর ও পরিচালক দুটোই একসঙ্গে মনোনয়ন দিয়েছে। বোর্ড সভায় কাউন্সিলর অনুমোদন দেয়ার পর পরিচালক অনুমোদন দিলে আজকের সভাতেই রুবাবা যোগ দিতে পারবেন।

আজ এনএসসির চিঠিতে ইসফাক আহসান ‘পদত্যাগ করেছেন’ বলে উল্লেখ করা হয়। এদিন এনএসসি পরিচালক (ক্রীড়া) মোঃ আমিনুল এহসান সাক্ষরিত ভিন্ন দুই চিঠিতে কাউন্সিলর ও পরিচালক মনোনয়ন দেয়া হয়। নিশ্চিত করা হয়েছে। চিঠিতে এম ইশফাক আহসানের বদলে কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয়। যদিও বিগত সময়ে এনএসসি পৃথক দিনে পৃথক এমন চিঠি দিয়েছে। আজ বোর্ড সভা উপলক্ষে একই দিন দুই চিঠি ইস্যু করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের দায়িত্ব ছিলেন ২৪ পরিচালক। নতুন করে আজ পরিচালক হচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন।

এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে শীর্ষ পদে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত রুবাবা বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা


শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে বিষমুক্ত সবজি চাষ বদলে যাচ্ছে গ্রামীণ কৃষি
টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরে গান বাজনা নিষিদ্ধ
নির্বাচনের সময়ে ষড়*যন্ত্র শুরু হয়, সবাইকে সজাগ থাকতে হবে- তাহসিনা রুশদী লুনা
কেন্দ্র থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি,তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেব- হাকিম চৌধুরী
কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পুনর্বি*বেচনার দাবি আবেদ রাজার
মঙ্গলবারও সিলেটের বহু এলাকায় বিদ্যুৎ থাকবে না
নাসের রহমানের বক্তব্যে হবিগঞ্জ-মৌলভীবাজারে উত্তে*জনা, মুখো*মুখি পরিবহণ মালিক-শ্রমিকরা
জৈন্তাপুর ও কানাইঘাটে ৩৫ লক্ষ টাকার চো*রাই পণ্য জ*ব্দ
কুলাউড়ায় ভিডিও রেকর্ড চালু রেখে যুবকের আত্মহ*ত্যা
লাল শাপলা বিলের সৌন্দর্য ম্লান করছে কচুরিপানা