সেভ দ্য ফিউচার শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ঈদ উপহার প্রদান
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:৪৭

সেভ দ্য ফিউচার শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ঈদ উপহার প্রদান

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ০৯:৫৯:৪১

সেভ দ্য ফিউচার শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ঈদ উপহার প্রদান


শুক্রবার বিকাল তিন ঘটিকায় জেলা পরিষদ কনফারেন্স রুমে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত অসহায় পথশিশু ও বাক প্রতিবন্ধীদের ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।

মতিউর রহমান মতিনের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইশিকা ইশা ও শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু তালেব, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জনাব মাহমুদ মান্না, শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি জনাব শামীম আহমেদ মিন্টু, সাধারন সম্পাদক জনাব ইব্রাহিম হোসেন রিপন, যুগ্ম সাধারন সম্পাদক ইয়াসিন তালুকদার, আল আমীন, পথ শিশু বিষয়ক সম্পাদক অন্তর আহমেদ জীবন, সোহেল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুর রাজ্জাক, এমদাদুল হক, সাইফুল ইসলাম, হোসাইন আহমেদ ইমন, বার্তা সম্পাদক মোঃ রবি উদ্দিন, ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব রাজু দেব রিটন, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জনাব আমজাদ হোসেন রনি এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শ্রীমঙ্গল উপজেলার ২৫ জন প্রতিবন্ধী ও প্রায় ৫০ জন পথশিশুকে ঈদ উপহার বিতরন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক বলেন অতীতের মত ভবিষ্যতেও সংগঠনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।  বিশেষ অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু তালেব বলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সকল মানবিক সেবামূলক কার্যক্রমে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জনাব মাহমুদ মান্না বলেন পথশিশুদের জন্য একটি লার্নিং সেন্টার চালু করা শ্রীমঙ্গল উপজেলার জন্য সময়ের দাবি। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব রাজু দেব রিটন। উল্লেখ্য যে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা ২০২০ সাল থেকে শ্রীমঙ্গলে সামাজিক সেবামূলক কার্যক্রম শুরু করে। ঈদুল ফিতরের পর সংগঠনের সিলেট বিভাগীয় সম্মেলনে অনুষ্ঠিত হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের চেয়ারম্যান মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সুযোগ্য সন্তান জনাব শাফি মোদ্দাসের খান জ্যোতি।

জৈন্তাবার্তা/এমকে