দিরাইয়ে মনোনয়ন দাখিল করলেন যারা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:৫৫

দিরাইয়ে মনোনয়ন দাখিল করলেন যারা

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ০৯:৪৬:৩৭

দিরাইয়ে মনোনয়ন দাখিল করলেন যারা

ছবি: সংগৃহীত


উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাইয়ে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ১৫ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত  তারা মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিল করলেন,  চেয়ারম্যান পদে- জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  প্রদীপ রায়, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়,জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রিপা সিনহা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া।

ভাইস চেয়ারম্যান পদে- এ বি এম মনসুর সুদীপ, মোঃ এখলাছুর রহমান, মোঃ নাজমুল হাসান, ফয়সাল মিয়া কাওসার, রুহুল আমিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- ছবি চৌধুরী, মোছাঃ রিনা বেগম ও হাফসা বেগম।

এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাচন কমকর্তা মিঠুন মল্লিক জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ি প্রথম ধাপের শেষ দিন  চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়ন দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ছিল। মনোনয়ন বাছাই ১৭ এপ্রিল। রিটানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল।  প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহন হবে ৮ মে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন তাদের মনোনয়নপত্র  দাখিল করেন। 

এম সি