
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ধর্মপাশায় অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের আত্কাপাড়া সড়কের ভাইস চেয়ারম্যান বিল্লাল নূরীর ফিসারির দক্ষিণ পাশে থাকা ফসলি জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) শামীম কবির সিলেট প্রতিদিনকে জানান, অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে, পরিচয় সনাক্ত ও মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এম সি
