ঈদ-উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৩

ঈদ-উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ১১:৪৯:১৩

ঈদ-উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

ছবি: নিজস্ব


পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পৌর এলাকার ৮২টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা প্রদান করেছে হবিগঞ্জ পৌরসভা। 

গতকাল সোমবার বিকেলে পৌর টাউন হলে এক সভার মধ্য দিয়ে এই সম্মানী ভাতা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। সভাপতি ছিলেন পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মুনিরুজ্জামান, ঈদগাহের খতিব গোলাম মোস্তফা নবীনগরী ও চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী। পৌর কাউন্সিলদের মাঝে উপস্থিত ছিলেন টিপু আহমেদ, গৌতম কুমার রায় ও শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু।

এস এইচ টি/