আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন, সভাপতি মুক্তার সম্পাদক প্রিন্স
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:৫৮ PM

আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন, সভাপতি মুক্তার সম্পাদক প্রিন্স

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০১:২৮:৫৯ AM

আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন, সভাপতি মুক্তার সম্পাদক প্রিন্স

ছবি: নিজস্ব


হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পুরাতন কমিটি বিলুপ্ত করে উপজেলা,পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।

গতকাল ( ১০ জুন ) হবিগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত  সভাপতি ডা. সাইফ - ই- তন্ময় ও সাধারন সম্পাদক ফয়জুর রহমান রবিনের সাক্ষরিত ছাত্রলীগের নির্ধারিত নিয়মে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, পৌর  ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হ'য়েছে।

পাশাপাশি একই সাথে এক বছরের  জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগে মুক্তার হোসেন চৌধুরীকে সভাপতি, শাওনেয়াজ প্রিন্সকে সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম কে প্রথম সহ সভাপতি সহ  ২৪ জন কে পদধারী করে কমিটি অনুমোদন দেন।

পৌর ছাত্রলীগের কমিটিতে তাশফিক করিম (রিপ্ত) কে সভাপতি, লিজান আহমেদ কে সাধারণ সম্পাদক। 

আজমিরীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ কমিটিতে ফাহিম শাহরিয়ার গালীব কে সভাপতি, মোবাশ্বির আলম কে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।

এস এইচ টি/